পটিয়া হরিণখাইনে এলাকাবাসীর উদ্দ্যােগে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
পটিয়া উপজেলার হরিণখাইনে এলাকাবাসীর উদ্দ্যােগে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ গতকাল বিকালে স্হানীয় সৈয়দ আহমদ চৌধুরী মাদ্রাসা মাঠে কুসুমপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বার বার নির্বাচিত ইউপি সদস্য, পুরুষকৃত সমাজ কর্মী, শওকত আকবরের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক রবিউল হোসেন বাদশার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম,বিশেষ অতিথি
ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক নুরুল রশীদ চৌধুরী এজাজ, হাজী আবদুর রাজ্জাক, আলহাজ্ব নুর মোহাম্মদ, হাজী নুরুল হক,হাজী জাহাঙ্গীর আলম, মাহফুজ চৌধুরী, আলমগীর বাদশা, ফেরদৌস আলম লিটন, মোহাম্মদ ইউসুফ, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ , এতে সকলে বক্তব্য রাখেন। এই সময় পটিয়া থানার ওসি তদন্ত জনাব রাশেদুল ইসলাম বলেন ,পুলিশ জনগণের বন্ধু, মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে পুলিশ সর্বদাই কাজ করে যাচ্ছে,‌ এলাকায় কোনরকম মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হলে, এলাকার সকলে ঐক্যবদ্ধ হয়ে পুলিশকে তথ্য দিয়ে যেন এইসব নির্মুল করতে সহযোগিতা করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *