January 15, 2025, 8:49 am
এম এ আলিম রিপন,সুজানগরঃ কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাবনার সুজানগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃমর্জিনা খাতুন ও কৃষক মো.শাহজাহান আলী প্রমুখ। অনুষ্ঠানটি স ালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে উপজেলার প্রতি ইি জমিতে খাদ্য শস্য উৎপাদন বাড়াতে হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে দরিদ্র কৃষকদের বিনামূল্যে সার ও বীজ প্রদান সহ প্রনোদনা দেয়া হচ্ছে। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, জমির পাকা ধান সহ অন্যান্য ফসল কাটার পর ওই সকল জমি যেন অনাবাদী হয়ে পড়ে না থাকে এজন্য খাদ্য শস্য উৎপাদনের আওতায় নিয়ে আসতে হবে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার পর দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন। আর তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণে ও ঐকান্তিক চেষ্টার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন । তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কৃষকেরা সারের জন্য গুলি খেয়ে মরেছে। আর আজ কৃষকেরা সার ও বীজ না চাইতেই সময়মত পাচ্ছেন। ফলে কৃষিভিত্তিক অবকাঠামো আজ সুদৃঢ় হয়েছে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।