পাইকগাছায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলার উদ্বোধন

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় জাতীয় বিজ্ঞানও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর আয়োজনে, বুধবার সকালে উপজেলা চত্বরে উপজেলা শিক্ষা অফিস সহ বিভিন্ন দপ্তরের ২৩টি স্টল মেলায় অংশ গ্রহন করেন।বেলা ১১টায় খুলনা ৬-কয়রা -পাইকগাছা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু জাতীয় বিজ্ঞান মেলায় স্টল পরিদর্শন করেন। এসময় তিনি মেলায় অংশ গ্রহন স্টলকারীদের ধন্যবাদ জানান। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু সহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, আইনশৃংখলা বাহিনী, সাংবাদিক,শিক্ষক, শিক্ষার্থী, ও সুধি জন।পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু,

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *