August 17, 2025, 2:08 am
ষ্টাফ রিপোর্টারঃ
উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৮নভেম্বর) উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে
ব্যাপক উৎসবমুখর পরিবেশে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
এই উপলক্ষে তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হলে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এনামুল হক। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. ফজলুল হক,ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রণু ঠাকুর।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম,ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা প্রমূখ। আনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস। উক্ত মেলায় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আইসিটি এবং তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় ৩৫ টি স্টল নিজেদের পণ্য ও প্রযুক্তি নিয়ে দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করেন। মেলায় কম্পিউটার প্রশিক্ষনের জন্য সনদ বিতরণ, প্রত্যেক স্টলকে ক্রেস্ট প্রদান কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। সভা শেষে স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি। এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও প্রেসক্লাবে সকল প্রিন্ট মিডিয়া ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এর আগে তারাকান্দা সদর ইউনিয়ন পরিষদ,থানার পরিদর্শন ও বালিখা আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের (উপকারভোগী) মাঝে হাস-মুরগী, গাছের চারা ও সবজি বীজ বিতরণ ও তাদের জীবন যাপন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
এর আগে ডিসি এনামুল হক উপজেলার ভূমি অফিসে বিভিন্ন কার্যক্রমসহ কর আদায়ের বিষয়ে অবগত হন। তিনি সরকারি এ সকল অফিসের পরিচালিত কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। সকালে জেলা প্রশাসক থানার একটি চৌকস পুলিশ দল জেলা প্রশাসক এনামুল হক কে গার্ড অব অনার প্রদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার তার সঙ্গে ছিলেন। ডেপুটি কমিশনার এনামুল হক পুলিশের পরিচালিত বিট পুলিশিং কার্যক্রমসহ চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে ওসিসহ পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি পুলিশকে আরও মানবিক পুলিশ হওয়ার আহ্বান জানিয়ে জনগণের সেবা প্রদানের হারকে আরও বাড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশের ভূমিকার ভুয়সী প্রশংসা করে আসন্ন শীতে সকল প্রকার অপরাধ নির্মুলে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।