পঞ্চগড়ে তেঁতুলিয়ায় ভূয়া পদবী ব্যবহারে কবিরাজের অর্থদন্ড

মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভূয়া মেডিকেল চিকিৎসক পদবী ব্যবহার করে চিকিৎসা প্রদান করার দায়ে হয়রত আলী (৪৬) নামের এক কবিরাজকে ভ্রাম্যমাণ আদালতে বিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজার সংলগ্ন সাহেবজোত এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভূয়া চিকিৎসক পদবী ব্যবহার করে চিকিৎসা প্রদানকালে উক্ত কবিরাজকে আটক করা হয়।

জানা যাায়, আটককৃত কবিরাজ হয়রত আলী দীর্ঘদিন থেকে তেঁতুলিয়াসহ বিভিন্ন এলাকায় মেডিকেল অফিসার হিসেবে ভূয়া পদবী ব্যবহার করে রোগীদেরকে চিকিৎসা প্রদান করে আসছেন মর্মে স্বীকারোক্তি প্রদান করায় মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা মোতাবেক বিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হলে তিনি দ-িত অর্থ পরিশোধ করেন।
দ-প্রাপ্ত হযরত আলী বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্যা গ্রামের মরহুম এরফান আলীর পুত্র।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দ-াদেশ দেন।

এ সময় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরিফুল ইসলাম ও তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *