February 5, 2025, 2:15 pm
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে ২০২২ সালের এইচ এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীণদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত এ সভায়
কলেজ অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গর্ভনিং বডির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ শহিদুল করিম শিবলী।
কলেজ শিক্ষার্থী ফারজানা ও আফরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক ও সিনিয়র সাংবাদিক, কলামিস্ট মোঃ হায়দার আলী, গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির তোতা,
কলেজ গর্ভনিং বডির সদস্য মোঃ তরিকুল ইসলাম,
সাংবাদিক ও দি চাইল্ড কেয়ার একাডেমির পরিচালক মাসুদ আলম প্রমূখ।
এ অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মোসাঃ নাফিসা হক , গীতা পাঠ করেন নিপা শীল, এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যাপক ও ছাত্রী বৃন্দ।
এদিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের এইচ. এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার সময় কলেজ অডিটারিয়ামে অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠানে গর্ভনিং বডির সভাপতি, রাজশাহী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদুল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওপাড়া ইউপির চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক মোঃ বেলাল উদ্দিন সোহেল, অধ্যক্ষ সেলীম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমূখ। অনুষ্ঠানে কলেজ প্রভাষকগণ ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ হায়দার আলী
রাজশাহী।