মোংলায় বাংলাদেশ সহ ৬ দোকানে আগুন ৩০ লাখ টাকার ক্ষতি

মোংলা প্রতিনিধি।।
মোংলায় আগুনে পুড়ে গেছে হোটেলসহ ৮টি দোকান। সোমবার বিকেলে সোয়া তিনটায় স্থায়ী বন্দর বাস ষ্ট্যান্ড এলাকার হোটেল ও দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা এক ঘন্টা প্রচেষ্টার পর বিকেল সোয়া ৪টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মোঃ আরবেজ আলী জানান, সোমবার বিকেল সোয়া তিনটার দিকে স্থায়ী বন্দর বাস ষ্ট্যান্ড এলাকার সোনার বাংলা হোটলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এরপর তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পাশের হোটেল ও দোকানগুলোতে। পরে খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিস, বাগেরহাট সদর ফায়ার সার্ভিস ও মোংলা ফায়ার সার্ভিস ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনেন। ততক্ষণে একে একে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তিনটি হোটেল ও ৫টি কনফেকশনারি দোকান। তবে এ সময় কেউ দগ্ধ হয়নি বলেও জানান ফায়ার সার্ভিস। আগুনে ৩টি হোটেল ও ৫টি দোকান পুড়ে ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকার। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। তখন তিনি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদাণেরও আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, ক্ষতিগ্রস্ত হোটেল ও দোকান মালিকদেরকে প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পরবর্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারী সহায়তা প্রদাণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *