May 13, 2025, 1:36 pm
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।
খুলনার পাইকগাছাতে রবিবার থেকে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
০৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস পর্যন্ত উক্ত মৌলিক প্রশিক্ষণ চলবে। পাইকগাছার ৬নং লস্কর ইউনিয়নের খড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত মৌলিক প্রশিক্ষণের ২য় দিন সোমবার উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম উপস্থিত হয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী নির্যাতন বন্ধে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের করণীয় বিষয়ে উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য প্রদান করেন।
৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা মোট ৬৪ জন সদস্য-সদস্যা উক্ত প্রশিক্ষণ গ্রহণ করছেন বলে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন জানান।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।।