March 14, 2025, 9:19 am
এহ মিজানুল ইসলাম।
বিশেষ প্রতিবেদক।।
রবিবার ৬ নভেম্বর বেলা ১১ টার সময় বানারীপাড়া উপজেলার কচুয়া গ্রামের অটো চালক সজিব বেপারীর দেড় বছরের শিশু সাজিব অসাবধানাবশত বাড়ির পুকুরের পানিতে পরে ডুবে যায়। সাজিবকে অনেক খোঁজা-খুজির পর পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা হাসপাতালে বেলা ১২ টায় নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মুরাদ জানান, সজিবকে হাসপাতালে আনার পূর্বেই তার মূত্যু হয়। এসময় হাসপাতালে হ্রদয়বিদরক ঘটনার সৃস্টি হয়। পরে সাজিবের লাশ কচুয়া গ্রমের বাড়িতে নেয়া হয়। বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।#