৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নেছারাবাদে আলোচনা সভা

নেছারাবাদ(স্বরূপকাঠি) প্রতিনিধি:

“বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ের উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে,নেছারাবাদ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজনে মুক্তি যোদ্ধা সংসদ ভবনের হলরুমে শনিবার সকাল দশটায় ৫১,তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো.মাহাবুব উল্লাহ মজুমদার সভাপতিত্বে, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল হাসান এর ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক,স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির,তাপশ পাল উপজেেলা সহকারী কমিশনার (ভুমি), উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান,কাজি সাইফুদ্দিন তৈমুর সহ সভাপতি নেছারাবাদ উপজেলা আওয়ামীলীগ,বীর মুুুুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন, স্বরূপকাঠি প্রেস ক্লাবের সাংবাদিক বৃৃন্দ প্রমুখ।

এ সময় বক্তারা সমবায় সমিতির নিয়ম মেনে সমিতি পরিচালনা করার পরামর্শ দেন এবং ব্লাঙ্ক চেকের মামলা না করা এবং কোন প্রকার লেনদেন সম্পর্কীয় সমস্যা তৈরি হলে জনপ্রতিনিধিকে অবহিত করার অনুরোধ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিক্ষক আমিনুল ইসলাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *