May 13, 2025, 1:05 pm
এমএ আলিম রিপন,সুজানগর ঃ ‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সুজানগরে পালিত হয়েছে ৫১তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষ্যে শনিবার(০৫ নভেম্বর) সকালে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের স ালনায় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম ও শিক্ষক আব্দুল আলিম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো.দেলোয়ার হোসেন(বিদ্যুৎ)। সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, দেশের কৃষিসহ অন্যান্য উৎপাদনে বিনিয়োগ, উৎপাদিত পণ্যের বিপণন ও ন্যায্য মূল্য প্রাপ্তি, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠির জীবনমানের উন্নয়নে সমবায় খুবই কার্যকরী পদ্ধতি। উন্নত বাংলাদেশ গঠনের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সমবায় আন্দোলনকে বেগবান করতে হবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।