February 5, 2025, 3:00 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের দাবী আগামী সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চায়-সংস্কার কমিটি জাতি জানতে চায় যেকোনো ব্যক্তির সাথে কারো ছবি থাকলেই কি সে দোষী? নিষিদ্ধ পলিথিন অবাধে বিক্রি ও ব্যবহারে পরিবেশ দূষণ-নিরব ভূমিকায় প্রশাসন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জালে বিটিভির ঝিনাইদহ প্রতিনিধিসহ ইবির দুই শতাধিক কর্মকর্তা কর্মচারী পঞ্চগড় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য দিতে তালবাহানা পাইকগাছায় গোবরের তৈরী শলাকা মেটাচ্ছে জ্বালানীর চাহিদা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত মহেশপুরে আজগর আলী ভুলুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত মিমপি রাজশাহী মেডিক্যালে ভর্তি হলো মধুপুর পৌরশহরের ৭নং ওয়ার্ডে প্রচারণা সভা অনুষ্ঠিত
রাঙ্গাবালীতে ভাঙা সড়ক সংস্কারে বিভিডিএস বাংলাদেশ

রাঙ্গাবালীতে ভাঙা সড়ক সংস্কারে বিভিডিএস বাংলাদেশ

রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী,
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের কাঁচা রাস্তার বেশ কিছু জায়গায় ভেঙে বড় গর্ত তৈরি হয়। এই রাস্তাগুলো যানবাহন চলাচলের অন্যতম পথ। এ কারণে ইউনিয়নের মানুষের যাতায়াতে দূর্ভোগ সৃষ্টি হয়েছে। আর এ রাস্তা সংস্কারে কাজ করছে বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (বিভিডিএস বাংলাদেশ)।

জানা গেছে, প্রতিদিন এ রাস্তা দিয়ে ছোট-বড় প্রায় ৩০০ থেকে ৪০০ যানবাহন চলাচল করে। বর্ষার আগেই গ্রামের মধ্যে রাস্তায় ছোট ছোট ভাঙা ছিল। টানা বৃষ্টির কারণে রাস্তার এসব জায়গা ভেঙে বড় গর্ত তৈরি হয়েছে।

রাস্তা ভেঙে যাওয়ার কারণে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। অনেক সময় দ্বীপাঞ্চল বড়বাইশদিয়া ইউনিয়নের একমাত্র যানবাহন মোটরসাইকেল রাস্তার বড় ভাঙা গর্তে আটকে যায়, তখন গাড়ি ওঠাতে যাত্রী অথবা স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা নিতে হয়। এ ছাড়া এসব স্থানে প্রায় সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এ ভাঙা রাস্তা সংস্কারের জন্য গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার ১৫ জন যুবকদের সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করতে দেখা গেছে।

সংগঠনের একজন সদস্য বলেন, ‘গ্রামের রাস্তার বেহাল অবস্থা দেখে আমরা নিজ উদ্যোগেই রাস্তা সংস্কারের কাজ করছি। রাস্তায় প্রায় জায়গা ভাঙ্গা ও গর্ত থাকায় অনেক মাটির প্রয়োজন ছিল, এর জন্য আমাদেরকে অন্যের ধানিজমি থেকে মাটি চেয়ে ঐ জায়গায় ব্যবহার করা হয়েছে।

সদস্যগণরা আরও জানিয়েছে, মাটি কাটা বা টানার জন্য কোন গাড়ী বা শ্রমিক ভাড়া করা হয়নি। স্বেচ্ছাশ্রমে সংগঠনের সদস্যরা মাটি কাটা, টানা ও সংস্কারের সব কাজই করেছে।

রাস্তার গাড়িচালকেরা বলেন, ‘গ্রামের মধ্যে রাস্তার ভাঙা অংশগুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল। এ রাস্তা সংস্কারে আমাদের সবার জন্য অনেক ভালো হয়েছে।থ

তারা আরও বলেন, গ্রামের মধ্যে সংস্কার করে চালকদের কাছ থেকে টাকা না নেওয়া, এটা একটি বিরল ঘটনা।

এই সংস্কারকাজে অংশগ্রহণ করেন শামসুল আরেফিন, রাকিব, বাইজিদ বোস্তামি, শাকিল, আর্ক, গোলাম রাব্বি, হৃদয়, লাজিম ইমরান, মোঃ বাইজীদ মৃধা, পারভেজ, আয়ুব হাওলাদার, স্বপন, পারভেজসহ আরও অনেকে।

সংগঠনের সভাপতি শামসুল আরেফিন বলেন, ‘রাস্তায় যানবাহন যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, এ জন্য দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা এ সংস্কারকাজ করছি।থ

চালিতাবুনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী বাইজিদ বোস্তামি বলেন, শহর বা গ্রামের যেসব রাস্তা বৃষ্টির কারণে ভেঙে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে নিজ দায়িত্বে কাজ করলে সাময়িকভাবে হলেও দেশের মানুষের উপকার হবে।

রফিকুল ইসলাম
রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা ঃ

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD