পঞ্চগড়ে সমবায় দিবস পালিত

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
জাতীয় সমবায় দিবস আজ। রীতি অনুযায়ী প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়। সে অনুযায়ী আজ ৫১তম জাতীয় সমবায় দিবস।এসময় গ্রীন সময়বাজার পঞ্চগড় প্রতিবছরের ন্যায় অংশগ্রহণ করেছিলেন।

দিবসের এ বছরের প্রতিপাদ্য- ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন। দিবসটি উপলক্ষে শনিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়।

সমবায় সমিতির সদস্যদের মাঝে গাভী ও আশ্রয়ণ প্রকল্পের ঋণের চেক বিতরণ করা হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেয়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পারভীন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *