গাইবান্ধার সুন্দরগঞ্জে কবি জাহানারা রুবলি’র স্মরণসভা, দোয়া মাহফিল ও কবিতা পাঠ

রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় কবি জাহানারা আরজু রুবলি’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা দোয়া মাহফিল ও নিবেদিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার ৪ নভেম্বর দিনব্যাপী সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
কবি জাহানারা আরজু রুবলি সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের সহ-সভাপতি ছিলেন।

সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের সভাপতি উপাধ্যক্ষ নাসরীন সুলতানা রেখার সভাপতিত্বে স্মরণসভা উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ।

সুন্দরগঞ্জ সাহিত্যে সংসদের সহ-সভাপতি ছড়াকার কুশল রায় ও দপ্তর সম্পাদক আনোয়ার রশিদের যৌথ সঞ্চালনায় জাহানার আরজু রুবলিকে নিয়ে স্মৃতিচারণ ও তাকে নিবেদিত ছড়া-কবিতা আবৃত্তি করেন গবেষক ও লেখক ড. শফিউল ইসলাম ভূঁইয়া, অধ্যক্ষ গোলাম আজম খা, অধ্যক্ষ একরামুল হক, সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক হারুন অর রশিদ বাদল, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক কবি-লেখক, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, জাগ্রত সাহিত্য পরিষদ এর সভাপতি কবি মামুনুর রশিদ মন্ডল, কবি মিজান আহসান, প্রতিবিম্ব সাহিত্য পরিষদের সভাপতি এডভোকেট আবুল কাশেম ইয়াসবীর, ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সভাপতি কবি আব্দুল হাদি, নজরুল চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ফেরদৌসী জাহান সিদ্দিকা, কবি অঞ্জলি দেবি রাণী, জাহাঙ্গীর আলম আজাদ, আব্দুল আজিজ, কবি আহসানুল হাবীব মন্ডল, কবি সাংবাদিক সুদীপ্ত শামিম, আল আমিন মোহ প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *