January 15, 2025, 10:37 am
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়।
কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোস্তাফিজুর রহমান রাসেল (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাসেল ঠাকুরগাঁওয়ের হাজিপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন রাসেল। চারমাইল এলাকায় তেতুঁলিয়াগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। এসময় তার সঙ্গে থাকা মিলন গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ঘটনার পরপর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় তেঁতুলিয়া হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।