January 15, 2025, 4:36 am
রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর নিয়মিত সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস।সন্তানকে বুকের দুধদিন, স্তন ক্যান্সারের ঝুঁকি এড়িয়ে চলুন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের আয়োজনে াজ ৩১ অক্টোবর সোমবার বিকেলে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার মিলনায়তনে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায সায়েন্টিফিক সেমিনারের উদ্বোধন করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ প্রবাল সুত্রধর,মূখ্য আলোচক ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মোঃ এরশাদুল হক।বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোস্তফা আলম বনি।
উক্ত সায়েন্টিফিক সেমিনারে শতাধিক অংশগ্রহনকারী অংশ নেন।
উল্লেখ্য ক্যান্সার বিষয়ক সায়েন্টিফিক সেমিনারের সায়েন্টিফিক প্র্টনার ছিলেন এসকেএফ ফার্মাসিটিকেলস লিঃ।