আরিফ রববানী ময়মনসিংহ।।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিক ভাবে আরো গতিশীল ও ত্বরান্বিত করার মাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির হাতকে শক্তিশালী করার লক্ষে ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টি উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩রা নভেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ সুন্দর মহলস্থ জাতীয় পার্টির কার্যালয়ে সদর উপজেলা জাতীয় পার্টি আহবায়ক ও উপজেলার পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকারের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবজাল হোসেন হারুন এর এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পার্টির নবগঠিত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ কে আর ইসলাম,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর লাল মিয়া লাল্টু,জেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি সাব্বির হোসেন বিল্লাল হোসেন, শরীফ খান পাঠান মিল্টন, জাতীয় পার্টি সদর উপজেলার সম্মানিত সদস্য মেজবাহ উদ্দিন মন্ডল,যুগ্ম যুগ্ন আহবায়ক মোঃ মকবুল হোসেন, লিয়াকত আলী, রেজাউল করিম লাল মিয়া, আবু বকর সিদ্দিক, হাজী হারুন, মোশারফ হোসেন, হাছান মাহমুদ, ভাবখালীর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী, আব্দুর রহমান, এমদাদুল হক লিটন, আজিজুল ইসলাম মেম্বার, নুরুল ইসলাম কাওছার আহমেদ, হুসাইন মোহাম্মদ সরোয়ার সরকার সহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডকে রওশন এরশাদ এমপির নেতৃত্বে জাতীয় পাটির ঘাটি হিসাবে তৈরী করার মাধ্যমে দলকে আরো শক্তিশালী করতে অঙ্গিকার ব্যক্ত করেন।
এসময় মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আবদুল আউয়াল সেলিম বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন,আগামী নির্বাচনে একক ভাবে মাঠে লড়বে,তাই দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কাজ করতে হবে। সেজন্য জাতীয় পার্টিকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী হতে বিধায় দলের অলস নেতাকর্মীদের বাদ দিয়ে সাহসী,পরিশ্রমী এবং মেধাবী নেতৃবৃন্দ কে দলে জায়গা করে দেওয়া হবে।সে লক্ষে উপজেলা জাতীয় পার্টির প্রত্যেকটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কে ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি।
কখনও প্রতিপক্ষকে দুর্বল ভাবা উচিত নয় উল্লেখ করে জাপা নেতা সেলিম বলেন-ময়মনসিংহ জাতীয় পার্টি তথা রওশন এরশাদ এমপির ঘাটি তা প্রমান করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লায় বাড়ী বাড়ী গিয়ে জাতীয় পার্টির প্রতীক লাঙ্গলের গনজোয়ার সৃষ্টি করতে হবে। লাঙ্গল মানেই উন্নয়নের প্রতীক। লাঙ্গল মানেই সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধের প্রতীক। তাই সকলকে জানান দিতে হবে লাঙ্গল প্রতীকে ভোট দেয়া মানেই উন্নয়নের অগ্রগতি। ময়মনসিংহে কন্যা জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির হাতকে শক্তিশালী করতে সকলকেই কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানান আব্দুল আউয়াল সেলিম।
Leave a Reply