গৌরীপুরে পপি-সোমনাথ এর নেতৃত্বে জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ

আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহের গৌরীপুরে জেল হত্যা দিবসে জাতীয় চার নেতাকে শোক আর শ্রদ্ধায় স্মরণ করেছে উপজেলা আওয়ামী লীগ।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকালে
দলীয় অফিসে কোরআন খানি মিলাদ, বিশেষ দোয়া, শোক র‌্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপির সভাপতিত্বে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ শাহা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারন সম্পাদকবৃন্দ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকলের প্রতি, স্বাধীনতা যুদ্ধে নিহতদের প্রতি ও ৩ নভেম্বর জেলখানায় নিহত হওয়া সকল শহীদদের আত্নার শান্তি কামনায় দোয়া পড়ানো হয়।

এসময় বক্তারা জাতীয় চার নেতার আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের এ দেশের মানুষ সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। যে অপশক্তি জাতির পিতা ও তার পরিবার, জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করেছে সেই শক্তি এখনো ওৎ পেতে আছে। তারা বারে বারে দেশের শান্তিপূর্ণ অবস্থা বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তাদের বিষয়ে সজাগ থাকতে সকলের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *