ক্ষেতলাল উপজেলা দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী জয়ী

এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বজলুর রহমান তুলশিগঙ্গা ইউনিয়নে ৫ হাজার ৪৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাইকুল ইসলাম লেবু মোল্লা আনারস প্রতীক পেয়েছেন ২ হাজার ৩৩ ভোট।

বড়তারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বোরহান উদ্দীন ৬ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বারিক মন্ডল আনারস পেয়েছেন ৪ হাজার ৫৩০ ভোট।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বুধবার ক্ষেতলাল উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হওয়ায় বিজয়ী সর্মথকরা শুভেচ্ছা জানান। বুধবার (২নভেম্বর) সকাল ৮ থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।

ক্ষেতলাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার আনিছার রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *