শুভসংঘের রংতুলিতে কাঁচাকুল গ্রামের সৌন্দর্য

এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

সূর্য উঠে রোদও ছড়াতে শুরু করেছে। ঘড়ির কাঁটা ৭টা ছুঁয়েছে। একদল তরুণ-তরুণী হাঁটছেন গ্রামের পথে। কারো হাতে রঙের ডিব্বা, কারো হাতে তুলি।কারো কারো হাতে ঝাড়ু। গ্রামবাসী তাদের দেখে অবাক হতে বাধ্য হয়েছে। এদের মধ্য অনেক মুখ পরিচিত। কিন্তু উদ্দ্যেশ্য কী খুঁজে পাচ্ছিল না গ্রামের লোকজন।
পরে জানা গেল ওই তরুণ-তরুণীরা কালের কণ্ঠের শুভসংঘের বন্ধু। তারা কাজ করছেন গ্রামের সৌন্দর্য বৃদ্ধি ও পরিচ্ছন্নতায়।
জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই-পাঠানপাড়া হাইওয়ের মাঝে অবস্থিত কাঁচাকুল গ্রামের ঘটনা এটি। রাস্তার পাশে থাকা গাছে রং করেছেন শুভসংঘের কালাই শাখার সদস্যরা। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই কার্যক্রম। আরো তিন দিন চলমান থাকবে এটি। এলাকার অনেকেই তাদের হাতে হাত লাগিয়ে সাহায্য করেছেন। ছোট-বড় সবাই অনেক আনন্দিত। তারা তাদের গ্রামকে নতুনরূপে দেখতে পারবে।
রং পেয়ে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করেছে গাছগুলো। কাঁচাকুল গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তর করার লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ চালিয়ে যাচ্ছেন কালাই শাখার শুভসংঘ সদস্যরা। গ্রামটিকে পরিচ্ছন্ন ও পরিপাটি রাখার চেষ্টা করছেন তারা।
কালাই শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, ‘নতুন গাছ লাগানোর পাশাপাশি পুরনো গাছগুলো সংরক্ষণের চেষ্টা করছি। তাই কীটপতঙ্গের হাত থেকে গাছগুলোকে রক্ষা করতে ও রাতের বেলায় হাইওয়ের ধারে গাছগুলোকে সহজেই দৃশ্যমান করে তুলতে সাদা রং ব্যবহার করেছি। ’
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আবু নাছের ফারুক, রাব্বিউল হাছান জিন্নাহ, মোস্তাক আহমেদ, রনি বাবু, মোর্শেদুল ইসলাম সুজন, শিহাব শামীম, আরমান হোসেন, আল আমিন, মেহেদী হাসান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *