কেশবপুরে জন্মদিনের উৎসবের মধ্যে এ্যাল কোহল পান করে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে এক

মোঃ জাকির হোসেন, কেশবপুর
কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামে এক যুবকের জন্মদিন পালনে আনন্দ উৎসবের মধ্যে এ্যাল কোহল পান করে দুই জন যুবকের মৃত্যু হয়েছে। আর এক জন গুরুতর অসুস্থ হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী ও থানার সূত্রে জানাযায় ২৯ অক্টোবর রাতে কেশবপুর উপজেলার কাটাখালি স্কুল মাঠে বসে কয়েক জন যুবক এক সাথে এ্যাল কোহল পান করে। এরপর রাতে তারা যার যার মত বাড়ি যেয়ে ঘুমাই। দিনে তারা আার জাগেনি। পরে দিন তাদের কেশবপুর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এরমধ্যে দুদিন পর ৩১অক্টোবর সন্ধ্যায় কেশবপুর উপজেলার কালিচরনপির গ্রামের রনজিত বাইন এর একমাত্র পুত্র ইন্দ্রজিৎ বাইন (১৮) ও মনিরামপুর উপজেলার সুজিতপুর গ্রামের মিহির বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস (২০) মারা যায়। অপর যুবক কালিচরনপুর ছোট পাচ্চুর ছেলে কৃষ্ণপদ(২০) যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান জন্মদিনের উৎসব পালন করতে যেয়ে অতিরিক্ত এ্যাল কোহল পানে তাদের মৃত্যু হয়। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *