নাগেশ্বরীতে নকল সোনার বার সহ গ্রেপ্তার ২

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নকল সোনার বারসহ কচাকাটা থানা পুলিশ কর্তৃক দুইজনকে গ্রেপ্তার করেছে।

৩০অক্টোবর আনুমানিক রাত ৯টায় দিকে থানার কেদার ইউনিয়নের গোলেরহাট বাজার থেকে এসআই আব্দুর রব তার সঙ্গী ফোর্স নিয়ে এ দু‍‍`জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে হাসিবুল ইসলাম মোনেম (২০) ও দুলাল মিয়ার ছেলে আব্দুল করিম (৩২)।

পুলিশ জানায়, রোববার রাত নয়টার দিকে থানার কেদার ইউনিয়নের গোলের হাটের পাকা রাস্তার উপর মোটরসাইকেল যোগে আসা ওই দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে সোনা সাদৃশ্য দুই ভরি ওজনের একটি বার ও ওইরুপ আর একটি মাটির বস্তু পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে একটি রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেলসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মূর্তজা জানান, গ্রেপ্তার দুইজনকে ১৫১ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *