পাইকগাছায় ৫০ বোতল ফেনসিডিল ও গাজাসহ আটক-৩ঃ থানায় মামলা

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় ফেনসিডিল ও গাজাসহ তিন জনকে পুলিশ গোপন সংবাদে পৃথক পৃথক অভিযান চালিয়ে আটক করেছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার চাঁদখালীর শাহাপাড়ার মৃত্যু ইন্তাজ গাইনের ছেলে আঃ রশিদ (৬০) তার বাড়ীতে ফেনসিডিল বিক্রি করছিল।এ সংবাদ পেয়ে এস আই সুকান্ত কর্মকার,শেখ পলাশ ও মনজুরুল ইসলাম অভিযান চালিয়ে হাতেনাতে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করে। এ সময় আটক করে আঃ রশিদ ও সাতক্ষীরার কালিগঞ্জ থানার উজনপুর গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে সেলিম সরদার (৪৫)কে। এর সাথে জড়িত মুল হোতা শাহপাড়া গ্রামের হাজেল গাইনের ছেলে মুকুল গাইন (৪৪)পালিয়ে যায়। অপরদিকে একই রাত সাড়ে ৯ টার দিকে ২৫ গ্রাম গাজাসহ প্রদীপ মন্ডল (৩০)কে এ এসআই নাসিরুদ্দিন আটক করেন। সে উপজেলার লস্কর ইউনিয়নের গোয়ালবাবাড়ি গ্রামের মৃত প্রসেনের ছেলে। তাদের নামে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আইনে প্রক্রিয়ায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *