May 13, 2025, 11:06 am
(রিপন ওঝা,মহালছড়ি)
মহালছড়ি থানা কর্তৃক কমিউনিটি পুলিশ ডে-২০২২ পালন উপলক্ষে আজ ২৯ অক্টোবর রোজ শনিবার সকাল ১০.০০ঘটিকায় বর্ণাট্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায়‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশি বিশেষ ভূমিকা পালন করে আসছে। প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার জনগণকে সঙ্গে নিয়ে এ দিবসটি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ।
সভায় পুলিশের কাজে সহযোগিতা, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ-সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী-শিশু নির্যাতন, যৌতুকনিরোধ, মোবাইলের অপব্যবহার ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধি সংক্রান্তে আলোচনা হয়।
উক্ত আলোচনা সভায় এসআই মোঃ আশরাফ’র সঞ্চালনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুনর রশীদ-র সভাপতিত্ব করেন।
উক্ত র্যালী ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহাজাহান পাটোয়ারী, বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি সুনীল দাশ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিল্টন চাকমা, প্রতিটি ইউনিয়ন পরিষদ হতে চেয়ারম্যানের প্রতিনিধি ও সদস্যগণসহ থানার পরিদর্শক-উপপরিদর্শক সৈনিক এবং গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।