February 5, 2025, 8:50 am
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি:
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই শ্লোগানে খাগড়াছড়ির পানছড়িতে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২২।
২৯ অক্টোবর (শনিবার) সকাল ১০টার সময় পানছড়ি থানা পুলিশের আয়োজনে দিবসটি উপলক্ষ্য এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এই সময় পানছড়ি থানার এসআই নাজমুল হোসেন এর সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ আনচারুল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দুর্নীতি প্রতিরোধ কমিটি ও থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃঅনুতোষ চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব,
এইছাড়াও পানছড়ি উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/মেম্বার, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বাজারের ব্যবসায়ীনেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সমাজের প্রতিটি স্তর থেকে অপরাধ নির্মুলের পাশাপাশি নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ,মাদকের কালাে থাবা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে কমিউনিটি পুলিশিং সদস্য সহ সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।
এই সময় বক্তারা আরও বলেন,কমিউনিটি পুলিশিং এর মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধ প্রতিরোধ করা।পানছড়ি থানা পুলিশ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সহ সর্বস্তরের জনগণের সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধ তথা খুন,ধর্ষণ,মাদকের মতো মামলার আসামি গ্রেফতার করে কোর্টে প্রেরণ করতে সক্ষম হয়েছে।