তারাকান্দায় শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় ইউএনও”র অভিযান

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের তারাকান্দায় শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত। রহমত । বৃহস্পতিবার বিকালের দিকে তারাকান্দা শহরের শহীদ মিনারের পিছনের দিকে রাস্তা অবৈধভাবে দখল করে দোকান বসিয়ে ব্যবসা করে পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করা এবং শহীদ মিনারকে ময়লা আবর্জনায় নোংরা করে গণ উপদ্রব তৈরি করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জন ব্যবসায়ীকে ৫০০০০৳ (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার আচমকা বাজার এলাকায় পুলিশ বাহিনী নিয়ে অভিযানে নামেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজাবে রহমত ।

এ সময় তারাকান্দা শহরের শহীদ মিনারের পিছনের দিকে রাস্তায় বসে ব্যবসা করে পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করে ব্যবসা পরিচালনা করায় মোবাইল কোর্ট পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা মোতাবেক বাবুল আকন্দ কে ২০ হাজার, নজরুল ইসলাম কে ১৫ হাজার,ও রাজিমুল ইসলাম কে ১৫ হাজার টাকা সর্বমোট ৫০হাজার জরিমানা করা হয়।

শহীদ মিনারের পিছনের দিকে রাস্তায় বসে ব্যবসা করে আসছে কিছু ফল ব্যবসায়ী। চলাচলে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের।ইতোপূর্বে বেশ কয়েকবার ব্যাবসায়ীদের কে সর্তক করার পাশাপাশি জায়গা নির্ধারণ করা ও জরিমানা করা হলেও তারা পুনরায় আবার ব্যবসা শুরু করে। এ নিয়ে বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় জনসাধারণসহ সাংবাদিকবৃন্দ বারবারই উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ জানিয়ে আসছিলেন এবং শহীদ মিনারের পবিত্রতা রক্ষা ও জনদুর্ভোগ লাঘবে আশু পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মূলতঃ শহীদ মিনারের পবিত্রতা রক্ষা ও জন দুর্ভোগ লাঘবে গত বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *