February 5, 2025, 12:58 pm
মোা ;বাবুল হোসেন পঞ্চগড়।।
সদর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আসাদুজ্জামান রাকিব (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে।
রাতে সদর উপজেলার গরিনা বাড়ি ইউনিয়নের রজলি খালপাড়া এলাকায় সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত আইনজীবী রাকিব জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। পেশায় সে একজন শিক্ষানবিশ আইনজীবী।
পারিবারিক ও স্থানীয়রা জানায়, আটোয়ারী উপজেলায় বোনের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তেঁতুলিয়ার ভজনপুরে ফিরছিলেন আইনজীবী রাকিব। ফেরার পথে রজলি খালপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা আটোয়ারীগামী একটি দ্রুতগামী ট্রাক্টর তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে মোটরসাকইকেল থেকে রাস্তায় পড়ে গুরুত্বর আহত হন তিনি। এসময় স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এর পর রংপুর মেডিকেলে নেয়ার পথে পথিমধ্যে মৃত্যুবরণ করে সে।
নিহতের চাচাতো বড় ভাই আইনজীবী এ্যাডভোকেট আবুল কালাম আজাদ মোটরসাইকেল দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বোনের বাড়ি থেকে ফিরছিলো সে। পথিমধ্যে দূর্ঘটনায় গুরুত্বর আহত হলে রংপুরে নেয়ার পথে মৃত্যুবরণ করে সে।