August 15, 2025, 8:17 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে শুক্রবার বিকাল সাড়ে ৫ টার সময় শ্রী সুকুমার মন্ডল (২৮) কে ৫শ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুকুমারের পিতার নাম শ্রী লক্ষী মন্ডল, মাতার নাম পার্বতী রানী। বাড়ী গোদাগাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের
রেলবাজার, বারইপাড়া মহল্লায় পৌরসভার রেলবাজার, বারইপাড়া মহল্লার জনৈক মোঃ সজল ডাক্তার এর বসত বাড়ীর দক্ষিনে পদ্মা নদীর ধারে সিঁড়ির উপর হতে তাকে মাদকসহ গ্রেফতার করা হয় বলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তৌফিকুল ইসলাম
জানান।
উদ্ধারকৃত অবৈধ হেরোইনের বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার এর তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তৌফিকুল ইসলাম নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) উৎপল কুমার সরকার, এসআই (নিঃ) আবু হানিফা, কং/মোঃ শফিকুল ইসলাম, কং/মোঃ ফেরদৌস হোসেন, কং/মোঃ আহসান হাবিব, কং/মোঃ নাজমুস সাকিব এবং নারী কং/মোসাঃ পপি আক্তার এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।
এ ব্যপারে গোদাগাড়ী মডেল থানায় ২০১৮ সালের মাদকদব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণীর ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মোঃ হায়দার আলী
রাজশাহী।