February 5, 2025, 7:48 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৯নং বালিপাড়া ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কর্মকাণ্ড কে আরো শক্তিশালী করার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হতকে শক্তিশালী করতে ওয়ার্ড পর্যায় থেকে দলকে সাংগঠনিকভাবে তরান্বিত করার কাজ করছে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহাদাত উল্লাহ আদনান। সে লক্ষে সম্মেলনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডকে গতিশীল করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ইউনিয়নের ১,২,৩,৪,৫,৬ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৮ বিকাল ৪ ঘটিকায় ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের পরিষদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে বালিপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ এর ওয়ার্ড সম্মেলনের উদ্বোধন করেন ত্রিশাল উপজেলার সেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহীম খলিল নয়ন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। প্রধান বক্তা ছিলেন উপজেলার বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাকসুদ খান।
৯নং বালিপাড়া ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাদাত উল্লাহ আদনান এর সভাপতিত্বে ও ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহাগ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং বালিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ সহ ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী প্রমুখ। সম্মেলনের প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে ১,২,৩,৪,৫,৬ নং ওয়ার্ডের সভাপতি/সহসভাপতি/সাধারণ সম্পাদক/সহ সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।