ক্ষেতলালে জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূকে নির্যাতন৷

এস এম মিলন নিজস্ব প্রতিবেদকঃ

জয়পুরহাটের ক্ষেতলালে মামুদপুর ধনতলা এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে পূর্বশত্রুতার জের ধরে গৃহবধূ বানু খাতুন (৪২) কে মারপিট করেন একই এলাকার প্রতিবেশীরা গত (২৪ অক্টোবর) সোমবার আনুমানিক সকাল ৯ টার দিকে নিজ ভিটাই গেলে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, বানু খাতুনের স্বামী কৃষক কৃষি কাজে জন্য বাহিরে গেলে বানু খাতুন নিজ বাড়ি একই এলাকায়। বাগান বাড়ি জমিতে গেলে জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে পথ রোধ করে মারপিট করেন একই এলাকার প্রতিবেশী মোঃ ওকিল (৬০) পিতা-মৃত উজির সরদার লজির উদ্দীন (৬৮) পিতা- মৃতঃ অজির সরদার ,জলিল (৫০) অজির সরদার, মোঃ সবুজ (৪০) পিতা- খলিল মোঃ মজাদুল ইসলা ,(৪৫) পিতা মৃত লজির সরদার মোঃ আজাদুল ইসলাম (৩৬)- পিতা মৃত লজির সরদার মোঃখলিল (৫৫) পিতা মৃত অজির সর্ব সাং চৌমুহনী ধনতলা ক্ষেতলাল জেলা জয়পুরহাট।

সরেজমিনে গিয়ে যানা যায়৷ ছেলে কাদের বলেন আমার মা বাড়ি থেকে আমাদের জমিতে যাওয়ার পথে আসামীগণ তার পথ আটকায়ে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আসামীরা তখনই এলোপাথাড়ি লাঠি, রড, দিয়ে মারপিট শুরু করে। চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থল থেকে প্রতিবেশীরা উদ্ধার করে আহত অবস্থায় ক্ষেতলাল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর আমার মা বাদী হয়ে ক্ষেতলাল থানায় অভিযোগ দিয়েছেন।

ঘটনাস্থলে গিয়ে গ্রামের একাধিক ব্যক্তি বলেন হায়দার আলী এই জমি বহু দিন আগে কবলা করেন এর পর থেকে হায়দার আলী ওই নিচু জমিতে মাটি ভারাট করে ফলের বাগন করে আমরা জানি হায়দার আলী ও তার ছেলে কাদের ক্রয় সূত্রে ভোগ দখল করে আসছে লোক মুখেশুনলাম নির্বাচনের সময় কাদের খলিল মেম্বরের হয়ে কাদের ভোট না করায় এই জমি দখলের চেষ্টা করে সেখানে মারা মারি ঘটনা ঘটেছে।

অভিযোক্ত খলিল সহ অন্যান্য বলেন বানু খাতুন আমাদের জমিতে এসে আমাদের ঘর এবং জিনিসপত্র ভেঙ্গে দিয়ে নিজে নিজেই ঠেলা ঠেলি করে কাপড় ছিড়ে একাই হাসপাতালে ভর্তি হয়েছে আমরা তাকে কিছুই করিনি৷ আদালতে জমির মামলা আছে আদালত যে রায় দিবে আমরা মেনে নিবো৷

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল হক বলেন। আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং ক্ষেতলাল থানার এসআই আঃ রহিম কে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *