ধামইরহাটে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত-১০০ শয্যায় উন্নীত করণের প্রস্তাব এমপি শহীদুজ্জামানের

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর বিকেল ৩ টায় হাসপাতাল সভাকক্ষে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি’র সভাপতিত্বে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। হাসপাতালের বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম, পৌর মেয়র মোঃ আমিনুর রহমান, অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল হক , মেডিকেল অফিসার ডা. নিয়াজ মোস্তাক চৌধুরী, প্যানেল মেয়র কাউন্সিরর মুক্তাদিরুল হক, সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান, নার্স ইনচার্জ ওয়াহিতা খাতুন, এনজিও ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি শারমনি আকতার সুরভী প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার বলেন,‘যেহেতু প্রতিনিয়ত ৮০/৯০ জনের বেশি রোগী ভর্তি থাকছে, সেহেতু অচিরেই ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স যাতে ১০০ শয্যায় উন্নীত করা হয় সে লক্ষে আমি মন্ত্রনালয়ে এ বিষয়ে তদারকির আহবান জানাবো।
আলোচনা সভায় এম্বুলেন্স ভাড়া নিয়ে আলোচনা উঠলে স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, শীঘ্রই এম্বুলেন্সের ভাড়ার নির্ধারিত চার্ট হাসপাতালে টাঙ্গানো হবে।

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *