May 13, 2025, 7:33 am
রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —
লায়ন্স ক্লাব অব রংপুর মহানগর এর উদ্যোগে অক্টোবর সেবা মাস২০২২ উপলক্ষে সাফল্য কিন্ডার গার্টেন স্কুল খের বাড়ির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুর মহানগরের প্রেসিডেন্ট লায়ন একেএম সাদেকুল ইসলাম সাজু, ডিরেক্টর লায়ন সাজ্জাদ হোসাইন স্বাধীন, ট্রেজারার লায়ন শফিকুল ইসলাম কাঞ্চন। সাফল্য কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক জয়িতা নাসরিন নাজ সহ সাফল্য স্কুলর শিক্ষক বৃন্দ।
উল্লেখ্য লায়ন্স ক্লাব অব রংপুর মহানগর ইতিমধ্যেই সামাজিক কাজে অনন্য ভুমিকা রেখে চলেছেন যা সুধি সমাজে আলোচনা হচ্ছে।