গৌরনদীতে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বি এম মনির হোসেনঃ-

বরিশালের গৌরনদীতে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন দৈনিক নতুনবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার বি এম মনির হোসেনকে জানান,এস আই মোঃ কামাল হোসেন সঙ্গিয় ফোর্স নিয়ে গৌরনদী উপজেলার বার্থি ইউনিয়নের উত্তর বাউরগাতী গ্রামের ছিদ্দিক খানের ছেলে নিশাত খান (২২) কে গতকাল বৃহস্পতিবার রাত ৯ টা ৩০ মিনিটে উত্তর বাউরগাতী মতি মিরার বাড়ির সামনে থেকে
গাঁজা কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময়
গাঁজা সহ মাদক ব্যবসায়ি নিশাত খানকে আটক করে।
অপর দিকে শুক্রবার দুপুর দুইটা পনেরো মিনিটে এস আই শাহজাহান সঙ্গিয় ফোর্স নিয়ে বার্থী-বাঘমারা সড়কে চেকপোস্ট চলাকালীন সময়ে গাঁজা কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময়
গৌরনদী উপজেলার বার্থি ইউনিয়নের বার্থি গ্রামের মৃত্যুঃ- চন্দ্রমাধব চক্রবর্তীর ছেলে বলরাম চক্রবর্তী (৪০)কে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে।মাদক উদ্ধারের ঘটনায় এস আই মোঃ কামাল হোসেন ও এস আই শাহজাহান
বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক ব্যবসায়ি নিশাত খান ও বলরাম চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *