August 14, 2025, 11:41 pm
রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা, পটুয়াখালীর রাঙ্গাবালীতে বুড়াগৌরাঙ্গ নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বেলা এগারোটায় চরমোন্তাজ ইউনিয়নের লেদিরচর এলাকা থেকে তাদের গ্রেফতার করে কারাদন্ড প্রদান করেণ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেক মুহিদ। দন্ডপ্রাপ্তরা হলো মোশারেফ দালাল (৪০), নান্না প্যাদা (৩০) ও সেলিম প্যাদা (২৮)। তাদের সবার বাড়ি চরমোন্তাজ ইউনিয়নের চর মন্ডল গ্রামে। এ সময় উপস্থিত ছিলেন চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজল কান্তি দাশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালেক মুহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে কারাদন্ড প্রদান করা হয়েছে। নদী দখলকারীদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।
রফিকুল ইসলাম
রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা।।