ছাতকে ব্রিজ একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্টিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে ইংরেজী মাধ্যমের স্কুল এন্ড কলেজ ব্রিজ একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপি একাডেমির হলরুমে এ মেলা অনুষ্টিত হয়। বিজ্ঞান মেলায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে মেডেল ও সার্টিফিকেট বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নুরের জামান চৌধুরী।

মেলায় নার্সারী থেকে ২য় শ্রেনী গ্রুপ এ, ৩য় থেকে ৬ষ্ট শ্রেনী গ্রুপ বি, ৭ম থেকে দশম শ্রেনী গ্রুপ সি, মোট তিন গ্রুপে ২শত জন শিক্ষার্থী আটাশটি প্রকল্প নিয়ে অংশগ্রহন করে। একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ এর সভাপতিত্বে ও শিক্ষিকা ফাহমিদা আমান জুম এর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি অনার্স কলেজের ভাইস প্রিন্সিপাল মহি উদ্দিন, মিডিয়া ব্যক্তিত্ব শামীম আহমদ তালুকদার।

মেলায় বিজয়ী হয়েছে গ্রুপ এ, বায়ুর চাপ প্রকল্প, তত্বাবধানে ছিলেন একাডেমির শিক্ষিকা চন্দ্রিমা দাশ মৌ, গ্রুপ বি, বৃষ্টি নির্ধারক যন্ত্র, তত্বাবধানে ছিলেন একাডেমির শিক্ষিকা পল্লবী দাশ ও গ্রুপ সি, প্লাস্টিক পূর্ণব্যবহার যন্ত্র, তত্বাবধানে ছিলেন একাডেমির শিক্ষক মো. হাসিব মেহেদী পরশ। শেষে বিজীয়দের মধ্যে মেডেল ও সার্টিফিকেট বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নুরের জামান চৌধুরী। এর আগে তিনি প্রকল্পগুলো পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের সাথে অনুপ্রেরণামুলক কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন একাডেমির সিনিয়র শিক্ষিকা অগ্রনী গোস্বামী, মিতা ঘোষ ও শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *