February 5, 2025, 8:58 am
মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
ক্ষেতলাল উপজেলার শালবন ৯ নং ওয়ার্ডে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা।
বিভিন্ন প্রকার প্রতিকে ছেয়ে গেছে অত্র গ্ৰামটি।
দৈনিক নতুনবাজার পত্রিকা প্রতিনিধি মিলন মিয়া জানান, শালবন গ্ৰামে গিয়ে দেখা যায় প্রতিটি প্রাথী সুন্দর মনোরম পরিবেশে তৈরি করেছেন নির্বাচনী অফিস ঘর।
গ্ৰামের সব জায়গায় অনাচে কানাচে গাছে ঝুলিয়ে থাকতে দেখা যায় বিভিন্ন প্রকার প্রতিক মার্কা।
অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন
তাদের নাম ও প্রতিক ।
১/ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পেয়েছে বোরহান উদ্দিন।
২/ সতন্ত্র প্রার্থী থেকে আনারস প্রতীক নিয়ে আ: বারিক মন্ডল।
৩/ সতন্ত্র প্রার্থী হোন্ডা প্রতিক নিয়ে খলিল হোসেন।
৪/ সতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিক নিয়ে নাজমুল হক।
৫/ সতন্ত্র প্রার্থী গোলাম আযম সাথী তিত্বিয় লিঙ্গ চশমা প্রতিক নিয়ে।
এবং অত্র ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ৪ জন।
১/টিউবওয়েল প্রতিক নিয়ে আফজাল হোসেন।
২/ আপেল প্রতিক নিয়ে নাসির উদ্দিন সরদার।
৩/ ফুটবল প্রতীক নিয়ে কামরুজ্জামান।
৪/ মোরগ প্রতিক নিয়ে
দুদু মিয়া।
এবং অত্র ওয়ার্ডে মহিলা পার্থী আছে ২ জন।
১/ হেলিকপ্টার প্রতিক নিয়ে
ফাহিম খাতুন।
২/ তাল গাছ প্রতিক নিয়ে
আন্জুয়ারা।