May 13, 2025, 1:45 pm
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি,
স্বরূপকাটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তর শেখ রাসেলের প্রতিকৃতিতে
পুস্পার্পনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলা পরিষদ চত্তর থেকে একটি রেলি শুরু হয়ে প্যের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে এসব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল, ওসি আবীর মোহাম্মদ হোসেন,ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত
হোসেন, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, ইউপি
চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা চপলকৃষ্ণ নাথ সভার সঞ্চালনা করেন।