May 13, 2025, 6:23 am
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ আহরণে বিরত থাকা দুঃস্থ ও প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামুল্যে খাদ্যশস্য হিসেবে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৯অক্টোবর) ভাঁয়না ইউনিয়নের জেলেদের মাঝে বিতরণের মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম। এ সময় উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী খোকন বিশ্বাস, ইউপি সচিব আব্দুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান জানান,এবারে পৌরসভা সহ সুজানগর উপজেলার পদ্মা নদী তীরবর্তী ভাঁয়না,মানিকহাট,সাতবাড়িয়া,নাজিরগঞ্জ ও সাগরকান্দি ইউনিয়নের সর্বমোট ১২৫০ জন জেলের মাঝে প্রত্যেককে ২৫ কেজি করে খাদ্যশস্য হিসেবে এ চাল পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।