May 13, 2025, 8:59 am
নিজস্ব প্রতিনিধিঃ পটিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলমের সমর্থকরা কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে। অটো রিক্সা শ্রমিকদের নিয়ে বিশাল এক শোভাযাত্রা বের করা হয়। এছাড়াও ৫ শতাধিক শ্রমজীবি মানুষদের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়।
র্যালী পরবর্তী এক আলোচনা সভায় বক্তব্য রাখেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ডি.এম জমির উদ্দিন, শ্রমিকলীগ নেতা খোরশেদ আলম, যুবলীগ নেতা মো. মামুন, উজ্জল ঘোষ, সাইফুল ইসলাম সাইফু, হাসান শরীফ, নজরুল ইসলাম, খোরশেদ আলম, মোঃ দেলোয়ার, সাইফুদ্দিন ভোলা, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম শাহীন, তৌহিদুল ইসলাম জুয়েল, কামাল উদ্দিন, সাইফুল ইসলাম জুয়েল, আকতার হোসেন, সুজন বড়ুয়া, ছোটন আর্যাচ্য, মোঃ মাসুদ ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন, মোঃ আনিস, মোঃ রুবেল প্রমুখ।