নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে বাবা-ছেলেসহ ৩ জেলে আটক ইলিশ ও জাল-ট্রলার জব্দ

পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধিঃ ১৯ অক্টোবর বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী নৌ-পুলিশ সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে অভিযান চালিয়ে ৩ জেলেকে আটক করে। এসময় দুটি ট্রলার থেকে ৩ হাজার ৭’শ ৫০মিটার জাল, ৪৫কেজি ইলিশ জব্দ করে বলে জানাগেছে।

চরদুয়ানী নৌ পুলিশ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে পাথরঘাটার বলেশ্বর নদীতে ইলিশ শিকারের দায়ে বড় টেংরা গ্রামের কাদের হাওলাদারের ছেলে হাবিবুর রহমান হাওলাদার (৫০)কে ১টি ট্রলার, ২ হাজার মিটার সাইন জাল, ২০ কেজি মা ইলিশ সহ আটক করা হয়।

অপর এক অভিযানে বড় টেংরা এলাকার আমিন প্যাদার ছেলে আবু জাফর পেদা(৪২) এবং তার অপ্রাপ্ত বয়স্ক কিশোর অপরাধী ছেলে হাসান পেদা(১৪)কে ১৭৫০ মিটার সাইন জাল ও ২৫ কেজি মা ইলিশ জব্দ করে পুলিশ।

চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সহিদুল ইসলাম সর্দার বলেন, আসামি আবু জাফর সহ হাবিববুর ও কবির হোসন এর বিরুদ্ধে উভয় ঘটনায় পৃথক ২ টি মামলা রুজু প্রক্রিয়াধীন।

এছাড়াও ওসি শহিদুল ইসলাম সরদার বলেন,অবরোধ চলাকালে নিষেধাজা অমান্য কারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *