March 13, 2025, 7:06 pm
নাচোল উপজেলা ও পৌর আ’লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপিত করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে আ’লীগ কার্যালয়ে দিবসটি উদযাপন উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শেখ রাসেলের প্রতিকৃতিতে কেক কর্তন, পুস্পস্তবক অর্পন, র্যালি ও শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সভাপতি ও মেয়র আব্দুর রশিদ খান ঝালু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাইটোন, সাবেক ছাত্রনেতা শামীম, পৌর ৮নং ওয়ার্ড আ’লীলগের সাধারণ সম্পাদক মঞ্জুর আনসারী, ৪নং ওয়ার্ড এর সভাপতি মানারুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ, নাচোল উপজেলা শাখার বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি এডঃ মোস্তাফিজুর রহমান বুলেট।