September 15, 2025, 10:50 am
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৮ অক্টোবর ২০২২ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত।
এ দিবসটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বালিয়াডাঙ্গী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী (৫৯ তম জন্মদিন) উদযাপন করা হয়।
এ দিবস উপলক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ৮.০০ টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ প্রাঙ্গনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।এরপর ৮.১৫ মিনিটে এক বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রদক্ষিণ করা হয়। সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ সকাল ৯.৩০ টায় বিটিভিতে সরাসরি সম্প্রচারিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেম থেকে শেখ রাসেল দিবস-২০২২ এর কেন্দ্রীয় মূল অনুষ্ঠান উপভোগ করেন।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব বিপুল কুমার।সে সময় বিভিন্ন কড়মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।