কেশবপুরে ৫ দফা দাবিতে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৯ ও ২০ অক্টোবর দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে কেশবপুরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

৫ দফা দাবির মধ্যে রয়েছে- দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *