সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও স্কুল অব ফিউচার উদ্বোধন

এম এ আলিম রিপন ঃ সারা দেশের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি শিক্ষা দেওয়া ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের ন্যায় পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়েও শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও শেখ রাসেল স্কুল অব ফিউচারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবসে প্রধান অতিথি হিসেবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ৫ হাজার ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ ও ৩০০টি শেখ রাসেল স্কুল অব ফিউচার’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয় থেকে অনলাইনে যুক্ত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এ সময় পাবনা জেলা পরিষদের ৪ নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু,সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম শামসুল আলম, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জানান, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল স্কুল অব ফিউচার এ স্মার্ট বোর্ড ৬টি ল্যাপটপ ১৭টি,ডেস্কটপ কম্পিউটার ৪টি , ডিজিটাল হাজিরা মেশিন ৫টি ও আধুনিক সফটওয়্যার রয়েছে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *