February 5, 2025, 7:42 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেল স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৮ই অক্টোবর) টাউন নগরীর টাউন হল প্রাঙ্গণে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকা এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর জনপ্রিয় জননন্দিত মেয়র মো ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,সহসভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান, এডভোকেট ফরিদ আহমেদ, মোমতাজ উদ্দিন মন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, প্রচার সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, বিঙ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর সিদ্দিক,
সহ-দফতর সম্পাদক মিজানুর রহমান ডেবিট, সম্মানিত সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, মহিলা আওয়ামী লীগর সহসভাপতি নাহিদা ইকবাল, নুরজাহান মিতু, জেলা যুব লীগের সম্মানিত যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, এইচ এম ফারুক, মহানগর কৃষক লীগের সহসভাপতি নুর আলী তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডল, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাজিব, যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ি, যুগ্ম আহবায়ক স্বপ্না খন্দকার, জেলা ছাত্র লীগের সভাপতি আল আমিন সহ আওয়ামী, যুবলীগ, কৃষকলীগ, তাতীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা, শহীদ শেখ রাসেলসহ ১৫ আগষ্টে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্বার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।