May 13, 2025, 2:00 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান রংপুর বিভাগের তৃতীয় বারের শ্রেষ্ঠ নিবার্চিত হয়েছেন মাহবুবুজ্জামান আহমেদ।
রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন মাহবুবুজ্জামান আহমেদ। তিনি বর্তমানে কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে কর্মরত রয়েছে। তাঁহার পিতার নাম মৃত করিমুদ্দিন আহম্মেদ, মাতার নাম মৃত নুরজাহান করিম, তিনি কাশীরাম গ্রামের, কালীগঞ্জ উপজেলার, লালমনিরহাটের একজন স্থায়ী বাসিন্দা। জাতীয় প্রাথমিক পদক -২০২২ উপলক্ষ্যে আয়োজিত রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠ উপজেেলা নিবার্চিত হয়েছেন।
কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুুুবুজ্জামান আহমেদ,প্রথমে রংপুর বিভাগের শ্রেষ্ঠউপজেলা চেয়ারম্যান হয়েছন ২০১৭ইং ২য় বার শ্রেষ্ঠ হয়েছেন ২০১৯ইং এবং তৃতীয় বার হয়েছেন ২০২২ইং।
কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, জীবনের সবটুকু সময়ই বিনিয়োগ করেছেন আওয়ামী রাজনীতির পেছনে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্কুলজীবনে ছাত্রলীগের পতাকাতলে আশ্রয় নেন। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখেন, দেখান মানুষকে। মানুষকে নিজের দেখানো স্বপ্ন পূরণ করাই ফের তার স্বপ্ন হয়ে দাঁড়ায়। তারুণ্যদীপ্ত মাহবুবুজ্জামান আহমেদ, নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে। তিনি সর্বদা মানুষের সেবা করে চলছেন। তবে এ জননেতা এবার মানুষের সেবা করার লালিত স্বপ্ন পূরণের জন্য, কালীগঞ্জ উপজেলা কে মডেল রুপে গড়ে তুলতে লড়তে প্রস্তুত বলে জানিয়েছেন। তিনি আরো বললেন তার স্বপ্নের কথা, আশার কথা, ভালোবাসার কথা। মানুষের প্রতি দরদ আর প্রেমের কথা। বললেন আধুনিক উপজেলা গড়ে তোলার স্বপ্নের কথা।
এবার মানুষের ভালোবাসাকে পুঁজি করে তিনি একটি আধুনিক উপজেলা উপহার দেওয়ার স্বপ্নে বিভোর। ‘একটি আধুনিক মডেল উপজেলা উপহার দেওয়ার জন্য যা কিছু করতে হয়, সব করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কর্মকান্ড স্বচ্ছতার সহিত মানুষের নিকট পৌঁছে দিতে চাই। মানুষ যেমন স্বপ্ন দেখেন কালীগঞ্জ উপজেলাকে নিয়ে, ঠিক তাদের স্বপ্নের মতো করে সাজাব এ উপজেলাকে।
হাসমত উল্লাহ।।