পাথরঘাটায় শেখ রাসেল দিবস উদযাপিত

পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধিঃ ১৮ অক্টোবর মঙ্গলবার বরগুনার পাথরঘাটা উপজেলা প্রশাসন কর্তৃক শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।

এউপলক্ষ্যে সকাল ৯ টায় উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি রেলি বের করা হয়। রেলিতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহআলম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন,জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মোঃ এনামুল হোসাইন,সাংবাদিক অমল তালুকদার,পিআইও মোখছেদুল আলম পৌরমেয়ার আনোয়ার হোসেন আকন ও তার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী গন সহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

রেলিটি পৌরশহরের শেখ রাসেল স্কয়ার প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়।

এদিবসের প্রতিপাদ্যের মধ্যে ছিলো শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,শোভাযাত্রা,শেখ রাসেলের জীবনের ওপরে আলোচনা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কেক কাটাসহ দিনভর নানান কর্মসূচির মধ্যদিয়ে দিবসটির কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়#

অমল তালুকদার।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *