January 28, 2025, 2:55 am
দিক নির্ভর কবি
–আবু নাসের সিদ্দিক তুহিন
দখিনা বাতায়নে কবি কুল হাটছে
কাশফুল,ঘাস ফুল, হাতরিয়ে ফেরে,নাইটকুইন
একঝাক শালিকের চিৎকার,গুন্জনে
কানপেতে উত্তরে হিমালয়ের শব্দঋণ।
পূর্ব দক্ষিনে আতংকিত জনপদ, সেই থেকে
মংডুর বুকচেরা রক্তাভ মৃত্তিকাগর্ভ,কষ্ট পায়
সান্নিধ্য পেতে একান্তকোণে রোহিঙ্গা,রোহিঙ্গা
আর মানুষ রুপময়তায় নির্লিপ্ত চরণ আঙ্গিনায়।
আরাকানবাসী সমুদ্রঝড় কতটা সয়েছে
কিংকর্তব্য বিমুর ভালবাসা আর নোনাঢেউ
পূর্ব -পশ্চিম সমুদ্র পাড়ে বিহঙ্গমা আলিঙ্গন করে
আর ইতিহাসের পাতা ছিড়ে বেড়িয়ে আসতে চায়।
পশ্চিমদেশ বিদগ্ধসমাজে মাথা উচুকরে সর খোজে
উন্নয়নের নামে চারিদিক ডোনেট দিয়ে যায়
গতানুগতিক এনজিও দালালেরা ততোক্ষণে
ব্যবসার হাড়ি বসিয়ে ফেলে দেশে শেষভূমি সমুদ্রপাড়ে
পাহাড় ঘেড়া পূর্ব জনপদে আজ রাজপূণ্যা
একদল মানুষ বসবাস করে অনেককাল
অহিংসক মানবিকতা মিলনের মেলবন্ধন
দেশ জুড়ে শান্তিধাম, বলিষ্ঠ নেত্রপাত একুন্জে।।