August 14, 2025, 4:36 pm
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হলো জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ খাজা সামছুল আলম ৩৯১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদ সমর্থিত প্রার্থী আবুল খায়ের সাখাওয়াত হোসেন ভোট পেয়েছেন ৯৬
অপরদিকে সদস্য হিসেবে জয়পুরহাট সদরে রমজান আলী সরদার, পাঁচবিবিতে আবু সাইদ আল মাহমুদ চন্দন, ক্ষেতলালে আব্দুল হান্নান মিঠু, কালাইয়ে রফিকুল ইসলাম, আক্কেলপুরে মাজহারুল আনোয়ার লিটন এবং সংরক্ষিত নারী সদস্য পদে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা থেকে সাবিনা চৌধুরী, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা থেকে রত্না রশীদ নির্বাচিত হয়েছেন।
উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত সদস্য ৮ জন ও সাধারন সদস্য পদে ২৫ জনসহ মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে ভোট কেন্দ্র গুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল। মনিটরিং করতে কেন্দ্রে কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সাথে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালতসহ একইসাথে ৫টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ নিজ নিজ উপজেলায় ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন।