পটিয়া বায়তুশ শরফে ঈদে মিলাদুন্নবী

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব
আল্লামা সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মদানী বলেছেন,বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ যুগ যুগ ধরে তাদের দ্বীনি খেদমত অব্যাহত থাকবে। ঈদে মিলাদুন্নবীর মাধ্যমে সর্বস্তরের মুসলিম জনগণ বিশেষ করে তরুণ সমাজের অন্তরে নবীপ্রেম এবং ইসলাম ও এর নবীর প্রতি আগ্রহ সৃষ্টিই মুখ্য উদ্দেশ্য। তিনি গতকাল চট্টগ্রামের পটিয়া বায়তুশ শরফ কমপ্লেক্সে আয়োজিত আজিমুশশান মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এস আলম গ্রুপের পরিচালক আলহাজ্ব রাশেদুল আলম খোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া, মৌলনা জয়নাল আবেদীন, ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম,শামসুল আলম,মোসলেম উদ্দীন,নুরুল ইসলাম,চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, বোরহান উদ্দীন সহ আরো অনেকেই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *